More

    বরিশালে ২ পেট্রোল পাম্পকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

    অবশ্যই পরুন

    পরিমানে কম দেয়া দুই পেট্রোল পাম্প থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিএসটিআইয়ের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ছিলেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার রয়া ত্রিপুরা।

    বিএসটিআইয়ের বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে জানানো হয়, ভ্রাম্যমান আদালত নগরীর রুপাতলী মেসার্স শাওন ফিলিং স্টেশন দুইটি পেট্রোল পাম্পের ডিস্পেন্সিং ইউনিট যাচাই করে ১০ লিটারের মধ্যে যথাক্রমে ৫০ মিলিলিটার ও ৬০ মিলিলিটার কম পাওয়া যায়।  বিএসটিআই’র ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন’’ এর ২৯/৪৬ ধারা লংঘনের দায়ে  ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে সদর উপজেলার চরকাউয়া মেসার্স শেখ ফিলিং স্টেশনে ডিস্পেন্সিং ইউনিটগুলো যাচাই করে সঠিক পাওয়া যায়।

    ভেরিফিকেশন সার্টিফিকেট না দেখাতে পারায়  বিএসটিআই’র ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন’’-২০১৮ এর ৩২/৪৮ ধারা লংঘনের দায়ে  ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতে প্রসিকিউটর ছিলেন বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার ইকবাল আহম্মদ ও পরিদর্শক মহসিন রব্বানী।

    বিভিন্ন সংবাদ মাধ্যমে গত ২৯ ডিসেম্বর “মাপে কম, পেট্রোল পাম্পে তেল নিয়ে চলে কারসাজি” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করে বিএসটিআইয়ের বরিশাল বিভাগীয় কার্যালয়। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে চালানো হয় ভ্রাম্যমান আদালত।

    বরিশাল নিউজ/স্ব/খ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    প্রতিনিয়ত যাত্রীদের হেনস্তা করছে চরাকউয়ার বাস শ্রমিকরা

    বরিশাল চরকাউয়া স্ট্যান্ডের বাস শ্রমিকের বিরুদ্ধে এক যাত্রীকে আবারো মারধরের অভিযোগ উঠেছে। এর আগে এমন অসংখ্য হামলার ঘটনা ঘটলেও...