More

    ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের পুলিশও হবে স্মার্ট: প্রধানমন্ত্রী

    অবশ্যই পরুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই মর্যাদা কার্যকর করেই ২০৪১ সালের মধ্যে হবে ক্ষুধা-দারিদ্র মুক্ত, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ, যে বাংলাদেশ হবে জ্ঞান-বিজ্ঞানে, প্রযুক্তিতে স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশের পুলিশও হবে স্মার্ট। আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ-জ্ঞানের মাধ্যমে স্মার্ট পুলিশ বাহিনী যাতে গড়ে ওঠে, সে ব্যবস্থাও আমরা নেব।

    রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

    পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং আইজিপি বাণী দিয়েছেন। পুলিশ সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে জাতীয় দৈনিক পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।

    পুলিশ সপ্তাহ ২০২৩ শেষ হবে ৮ জানুয়ারি ।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...