শেষ হতে চলেছে নেইমার জুনিয়রের সাথে পিএসজির সম্পর্ক । চলতি ২০২২-২৩ মৌসুম শেষেই ফ্রান্সের ক্লাবটি ছেড়ে দিতে চায় ব্রাজিলিয়ান সুপারস্টারকে ।
যদিও পিএসজির সাথে নেইমারের চুক্তি আছে ২০২৫ সাল পর্যন্ত । কিন্তু দুই মৌসুম আগেই নেইমারের সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে চলেছে ফরাসী চ্যাম্পিয়নরা । ২০১৭ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে ২২২ মিলিয়ন ইউরো ট্র্যান্সফার ফি’র বিনিময়ে নেইমার যোগ দেন পিএসজিতে । যা এখনও দলবদলের বাজারে বিশ্বরেকর্ড ।
পিএসজি তাঁকে ছেড়ে দিতে চাইছে ? স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘ডে লা স্পোর্ট’ জানিয়েছে , স্কোয়াড পুনর্গঠন ও বেতন–ভাতায় সামঞ্জস্য আনতে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি।
ইউরোপের ফুটবলে সবচেয়ে বেশী বেতন পাওয়া তিন খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে , লিওনেল মেসি আর নেইমার । যা সামাল দিতে হিমশিম খাচ্ছে কাতারের মালিকানায় থাকা ক্লাবটি । সেই কারণেই আগামী মৌসুমে খরচ কমিয়ে আনতে নেইমারকে ছাড়তে চায় ফরাসী চ্যাম্পিয়নরা ।
নেইমারকে ছাড়ার ব্যাপারে পিএসজির মরিয়া হওয়ার আরেকটি কারণ হতে পারে এমবাপ্পের সঙ্গে তাঁর শীতল সম্পর্ক। গত মৌসুমের শুরু থেকে নেইমার-এমবাপ্পের দ্বন্দ্ব ছিল সংবাদের শিরোনামে।
এমনকি এমবাপ্পে নাকি পিএসজিতে থাকার জন্য নেইমারকে বিক্রির শর্তও দিয়ে রেখেছেন।তবে প্রশ্ন হচ্ছে, এত উচ্চ মূল্যে নেইমারকে কিনবে কে? সে ক্ষেত্রে সবার আগে আসছে নিউক্যাসল ইউনাইটেডের নাম।
বরিশাল নিউজ/স্ব/খ