More

    তসলিমা বললেন, আমার মরদেহ হাসপাতালে দান করা হয়েছে

    অবশ্যই পরুন

    সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব আলোচিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সেখানে প্রায়ই বিভিন্ন ইস্যুতে তির্যক মন্তব্য করে থাকেন। তবে এবার তিনি ফেসবুকে পোস্ট করেছেন নিজেকে নিয়ে। তার সবশেষ দুটি স্ট্যাটাস নিয়ে নেটিজেনদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

    রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তসলিমা নাসরিন লিখেছেন, ‘আমার মরণোত্তর দেহ হাসপাতালে দান করা হয়েছে।’ কেন তিনি এমনটা লিখেছেন, সেটা ধোঁয়াশাপূর্ণ। তবে আগের দিন শনিবার আরেক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘গতকাল ঠিক এই সময় মৃত্যু হয়েছে আমার। এখন ফিউনারেল চলছে।’

    ধারণা করা যায়, গতকালের স্ট্যাটাসের সঙ্গে মিলিয়েই আজকের স্ট্যাটাস দিয়েছেন তসলিমা নাসরিন। তবে নিজের মৃত্যু নিয়ে কেন তিনি এভাবে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল কাজ করছে।

    তার স্ট্যাটাসের কমেন্টে এসে আনিস খান নামের একজন লিখেছেন, মানুষের কল্যাণে যে প্রাণ নিবেদিত, শুধু মাটির তলায় পচে-গলে যাওয়াই তার উদ্দেশ্য হতে পারে না। মৃত্যুর পরেও সে হবে মানুষের জন্যই নিবেদিত।

    মতিউর রহমান খান পাঠান নামের আরেকজন লিখেছেন, এটি অনন্য কাজ, তবে ভক্তদের বঞ্চিত করেছেন। দুইশ বছর পরেও ভবিষ্যৎ প্রজন্মের কেউ হয়তো জানতে পারত, এটা তসলিমার কবর।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...