বেঁধে পল্লি এবং প্রতিবন্ধী ও অস্বচ্ছল মানুষের মাঝে কম্বল বিতরন। মানুষ মানুষের জন্য তাই বেঁধে পল্লির মানুষ এর পাশে দাঁড়িয়েছেন স্টেপ ফর হিউম্যান সংগঠন।
বেঁধে পল্লিতে বরগুনায় প্রবাসীদের সহায়তায় কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) বিকাল ০৫ টার। বেঁধে পল্লির সদস্যের মধ্যে এবং প্রতিবন্ধী ও অস্বচ্ছল মানুষের মাঝে কম্বল বিতরন করেন স্টেপ ফর হিউম্যান।
এ সময় উপস্থিত ছিলেন,বরগুনা প্রেসক্লাব সাবেক সভাপতি চিওরঞ্জন শীল ও সাধারন সভপতি জাকির হোসেন মিরাজ,বাপার সদস্য সচিব এবং খেলাঘর সাধারন সম্পাদক মুসফিক আরিফ, ছাত্রলীগ এর সাবেক সভাপতি জুবায়ের আদনান অনিক এবং স্টেপ ফর্ হিউম্যান সভাপতি ইসমাইল হোসেন এর তত্বাবধানে কম্বল বিতরণ করা হয়।
স্টেপ ফর্ হিউম্যান এর সভাপতি মোঃ ইসমাইল হোসেন বলেন, বিভিন্ন সময় নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করেন। প্রতি বছর দুই ঈদ ছাড়াও শীত ও দুর্যোগ কালীন সময়ে প্রবাসীদের সহায়তায় এই মানবিক কাযক্রম পরিচালিত হয়ে আসছে। মানুষ মানুষ এর জন্য এই লক্ষ্য তারা এগিয়ে যায় মানুষ এর কাছে সেবা দিয়ে যায় দিনরাত। তাদের এই কাজের ধারা অব্যহত থাকবে।
বরিশাল নিউজ/স্ব/খ