বরগুনায় ২৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরগুনা সদর থানা পুলিশ। আটক হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম মোতালেব হোসেন রতন, তিনি সোনাখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে।
সদর উপজেলার সোনাখালী এলাকা থেকে রবিবার রাত ৮ টা ৫০ মিনিটে তাকে আটক করা হয়।মামলা নাং১৯/২৩।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ বলেন, সোনাখালি এলাকায় স্লুইজের উওর পাশে স্ব-মিলের সামনে ইয়াবা বিক্রির জন্য এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে৷
এমন গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক আবদুল্লাহ মো. আল মোমেন নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২৩৫ পিস ইয়াবাসহ রতনকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। এ অভিযানের আওতায় রতন নামে ওই ব্যাক্তিকে আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
বরিশাল নিউজ/স্ব/খ