More

    যে কারণে শাকিরার কাছে ফিরতে চেয়েছিলেন পিকে!

    অবশ্যই পরুন

    ক্রীড়া ও বিনোদন জগতের জনপ্রিয় জুটি ছিলেন শাকিরা ও পিকে। তবে হঠাৎেই তাদের সম্পর্কে ফাটল ধরে। বিচ্ছেদ হয়ে যায় তাদের। কিন্তু মাস খানেক পরেই কলম্বিয়ান গায়িকা শাকিরার কাছে ফিরতে চাইছেন স্পেনের সাবেক ফুটবলার পিকে।

    স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, জেরার্ড পিকে নাকি নতুন প্রেমিকাকে আর ভালো লাগছে না। কিন্তু শাকিরা রাজি হননি।

    এ নিয়ে স্পেনের ক্রীড়া সাংবাদিক জর্ডি মার্টিন জানিয়েছেন, শাকিরার সঙ্গে বিচ্ছেদের পর থেকে আফসোস করছিলেন পিকে। এক মাস পরে তিনি শাকিরার কাছে ফিরতে মরিয়া হয়ে উঠেছিলেন। কিন্তু শাকিরা সেই সম্পর্ক আর নতুন করে শুরু করতে চাননি। তার পরে পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাদের। এত দিন এই কথা গোপন ছিল। এ বার সেটা প্রকাশ্যে এল।

    তিনি আরও দাবি করেন, আগেও নাকি অনেক বার অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পিকে। সেগুলো ক্ষমা করে দিয়েছিলেন শাকিরা। কিন্তু ক্লারা চিয়া মার্তির সঙ্গে পিকের সম্পর্ক মেনে নিতে পারেননি তিনি। এ বার বিচ্ছেদের সিদ্ধান্ত নেন শাকিরা। পিকে অবশ্য আগের সব বারের মতো এবারও শাকিরার কাছে ফিরতে চেয়েছিলেন। কিন্তু এবার আর পিকের আবদার রাখেননি।

     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...