More

    বাবুগঞ্জে দুই নারী হত্যার ঘটনায় মামলা

    অবশ্যই পরুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২ নম্বর কেদারপুর ইউনিয়নে রিপা আক্তার ও লালমুন্নেছা বেগম নামের দুই নারীকে ‘হত্যা’র ঘটনায় মামলা হয়েছে।

    বৃহস্পতিবার রাতে নিহত গৃহবধূ রিপা আক্তারের বাবা মো. শাহজাহান খান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

    বাবুগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, ‘সন্দেহভাজনদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তারই ধারাবাহিকতায়  বাহেরচর হাসপাতালে অসুস্থ গৃহবধূর শাশুড়ি মোসা. মিনারা বেগম এবং গৃহবধূর স্বামী মো. সোলায়মানকে থানা-পুলিশের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

    তিনি আরও জানান, রহস্যজনকভাবে দুই নারীর মৃত্যুর ঘটনা উদ্‌ঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

    গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন দক্ষিন ভূতেরদিয়া গ্রামের প্রয়াত ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন খন্দকারের নিজ ঘরে নিহত হন গৃহবধূ রিপা আক্তার ও দাদি শাশুড়ী লালমুন্নেছা বেগম।

    বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে গভীর রাতে ইসকন নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

    শিক্ষার্থীরা গভীর রাতে বিক্ষোভ করেছে। রবিবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে...