More

    বরিশালে ১মন গাঁজা ও বিয়ার উদ্ধার, ৩ আটক

    অবশ্যই পরুন

    বরিশালের বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন হাট স্টেশন এলাকায় পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজা ও ৮৫০ পিস বিয়ার উদ্ধার করা হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়।

    মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই ইশতিয়াক হোসেন ইশতি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের বাবুগঞ্জ নহুনহাট এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ একটি ট্রাক ও ৮৫০ বোতল বিয়ারসহ একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এনায়েত হোসেনের নেতৃত্বে। এ সময় গাঁজাসহ ২ ও বিয়ারসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, বরিশাল কাউনিয়া থানা এলাকার কাউনিয়া প্রথম গলির ফারুক গাজীর ছেলে সাইফুল গাজী, মাতাশার এলাকার খলিল মোল্লার ছেলে রহমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চানপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে আরিফুল ইসলাম।

    জানা গেছে, চালানটি ঢাকা থেকে বরিশালে দুই রাস্তা দিয়ে আনা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’: ঢাকা মেডিকেলের পরিচালকের দপ্তর

    রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে।...