More

    বরিশালে ১মন গাঁজা ও বিয়ার উদ্ধার, ৩ আটক

    অবশ্যই পরুন

    বরিশালের বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন হাট স্টেশন এলাকায় পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজা ও ৮৫০ পিস বিয়ার উদ্ধার করা হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়।

    মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই ইশতিয়াক হোসেন ইশতি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের বাবুগঞ্জ নহুনহাট এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ একটি ট্রাক ও ৮৫০ বোতল বিয়ারসহ একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এনায়েত হোসেনের নেতৃত্বে। এ সময় গাঁজাসহ ২ ও বিয়ারসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, বরিশাল কাউনিয়া থানা এলাকার কাউনিয়া প্রথম গলির ফারুক গাজীর ছেলে সাইফুল গাজী, মাতাশার এলাকার খলিল মোল্লার ছেলে রহমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চানপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে আরিফুল ইসলাম।

    জানা গেছে, চালানটি ঢাকা থেকে বরিশালে দুই রাস্তা দিয়ে আনা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে গভীর রাতে ইসকন নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

    শিক্ষার্থীরা গভীর রাতে বিক্ষোভ করেছে। রবিবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে...