More

    বাবুগঞ্জ’এ জি-মরফিন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার

    অবশ্যই পরুন

    বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে জি-মরফিন ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

    বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুর ১২টার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

    জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডে গোল্ডলাই বাসে অভিযান চালিয়ে ১০০ অ্যাম্পুল জি মরফিন ইনজেকশনসহ দুইজনকে আটক করা হয়।

    ইশতিয়াক আহমেদের স্ত্রী ইশরাত জাহান (২৪) বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলির বাসিন্দা এবং বরিশাল জেলার চরকাউয়া ইউনিয়নের দিনার পোল এলাকার হাওলাদার বাড়ির ছেলে মোয়াজ্জেম হোসেন হাবিবের ছেলে ইশতিয়াক আহমেদ খান (২৫)। , গ্রেফতার করা হয়।

    বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডে গোল্ডলাই বাসে অভিযান চালানো হয়। এ সময় স্বামী-স্ত্রী পরিচয়ে দুইজনকে তল্লাশি চালিয়ে ১০০ অ্যাম্পুল জি-মরফিন ইনজেকশনসহ আটক করা হয়।

    আসামিদের বিরুদ্ধে বরিশাল বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...