More

    ২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন, দাবি ট্রাম্পের

    অবশ্যই পরুন

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে পারবেন বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ দাবি করেন ট্রাম্প। খবর নিউজউইকের।

    ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কখনো হতোই না। তবে এখনো যদি আমি প্রেসিডেন্ট হতাম তাহলে ভয়াবহ এবং দ্রুত তীব্রতর হওয়া এই যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে সমঝোতার মাধ্যমে শেষ করতে পারতাম।’ এ যুদ্ধে মানুষের জীবনের দুঃখজনক অপচয় হচ্ছে বলেও মন্তব্য করেন ট্রাম্প

    এদিকে আরেক পোস্টে ট্রাম্প সতর্ক করে বলেন, বাইডেন প্রশাসনের ইউক্রেনে ৩১টি এমএ১ আব্রাহাম ট্যাংক পাঠানোর পরিকল্পনা রাশিয়াকে পরমাণু অস্ত্র পাঠানোর দিকে নিয়ে যেতে পারে। এ সময় ১২ মাস ধরে চলা এ যুদ্ধ সমাপ্ত করা তার জন্য সহজ কাজ বলেও জানান ট্রাম্প।

    বৃহস্পতিবার বাইডেনের উদ্দেশে তিনি বলেন, ‘একবার যুদ্ধের জন্য ইউক্রেনকে ট্যাংক দিচ্ছে আমেরিকা, এরপর তো দরকার পড়লে পরমাণু অস্ত্রও দেবে। সময় নষ্ট না করে এই বিধ্বংসী যুদ্ধ থামান। খুব সহজেই এই যুদ্ধ বন্ধ করা যেতে পারে।

    গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দিলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। আগামী ২৪ ফেব্রুয়ারি এ যুদ্ধের এক বছর পূর্ণ হবে।

    গত সোমবার জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছিল, এ যুদ্ধে গত ৩ জানুয়ারি পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষ হতাহত হয়েছেন। তাদের মধ্যে ৭ হাজার ৩১ জন মারা গেছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে জানায় জাতিসংঘ। এ ছাড়া আরও লাখো মানুষ মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলেও যোগ করে সংস্থাটি।

    নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন, ইউক্রেন যুদ্ধে দুদেশের ১ লাখ সেনা নিহত হয়েছেন। এদিকে ইউক্রেনীয় সেনাবাহিনীর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারির পর থেকে প্রায় ১ লাখ ১৬ হাজার ৯৫০ শত্রু সেনাকে ‘নির্মূল’ করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এনডিটিভি।

    নিউজউইক জানায়, যুদ্ধে ৬ হাজার রুশ সেনা মারা গেছেন বলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে রাশিয়া।

     বরিশাল ডট নিউজ/ স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...