জ্যেষ্ঠ প্রতিবেদক: বরিশাল আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুষ্ঠু ভোট গ্রহনের স্বার্থে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে। আজ দুপুরে নির্বাচন কমিশনের কাছে এসব প্রস্তাবনা দেয়া হয়। প্রস্তাবনায় বলা হয়, বরিশাল জেলা আইনজীবী সমিতিএকটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাংলাদেশ বার কাউন্সিল এর আইন অনুসারে এর নির্বাচন হয়ে থাকে। অভিযোগ করে বলা হয়, ৩/৪ বছর ধরে একটি দলের পক্ষে ভোটারদের উপর নানারূপ চাপ প্রয়োগ করে নির্দিষ্ট দলের প্রার্থীর পক্ষে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। এসব পরিস্থিতি নিরসন করে সুষ্ঠু ও স্বচ্ছ ভোট গ্রহন নিশ্চিত করার জন্যে বেশ প্রস্তাবনা পেশ করা হয়। এসময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এডভোকেট মজিবর রহমান নান্টু, এডভোকেট মহসিন মন্টু, এডভোকেট আলী হায়দার বাবুল, এডভোকেট বিলকিস জাহান শিরিন প্রমুখ। উল্লেখ্য, আগামী ৯ ফেব্রুয়ারী বরিশাল বারের ভোট গ্রহন।
বরিশাল ডট নিউজ/স্ব/খ