More

    কালকিনিতে অধ্যক্ষের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির ক্ষোভ

    অবশ্যই পরুন

    কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ ম্যানেজিং কমিটির কাউকে কিছু না জানিয়ে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের উদ্বোধনী ক্লাস নেয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ হাসানুল হক সিরাজীর বিরুদ্ধে। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ম্যানেজিং কমিটির সদস্যরা। এ বিষয়টি নিয়ে অধ্যক্ষকে ঘিরে চরম বির্তক সৃষ্ঠি হয়েছে। বুধবার দুপুরে ম্যানেজিং কমিটি সদস্যরা ওই ঘটনার প্রতিবাদ করলে এক পর্যায় অধ্যক্ষের সঙ্গে বাকবিতন্ডা হয়।
    কলেজ ও ম্যানেজিং কমিটির অভাযোগ সূত্রে জানাগেছে, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের কলেজে নতুন ভর্তি হওয়া এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে কলেজের অধ্যক্ষ হাসানুল হক সিরাজী একক ক্ষমতা বলে প্রথম উদ্বোধনী ক্লাশ নেওয়ার অনুষ্ঠানের আয়োজন করে। কলেজ অধ্যক্ষ হাসানুল হক সিরাজী উদ্বোধনী ক্লাসের বিষয়টি ম্যানেজিং কমিটিকে না জানিয়ে এড়িয়ে যান। এ নিয়ে কলেজ জুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পরে বিষয়টি জানাজানি হলে কলেজ কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক লাইব্রেরীতে গিয়ে অধ্যক্ষকে জিজ্ঞেস করেন কেন কমিটিকে উদ্বোধনী ক্লাসের বিষয়টি অবহিত করা হলো না জানাতে চেয়ে ওই ঘটনার প্রতিবাদ করে চরম ক্ষোভে ফেটে পরেন। এক পর্যায় অধ্যক্ষ হাসানুল হক সিরাজী ক্ষিপ্ত হয়ে  সভাপতি মীর গোলাম ফারুকের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।
    এ বিষয় জানতে চাইলে অধ্যক্ষ হাসানুল হক সিরাজী ফোন ধরেননি।
    এ ব্যাপারে কলেজ কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক ক্ষোভ প্রকাশ করে বলেন, কলেজের অধ্যক্ষ হাসানুল হক সিরাজী এই কলেজে যোগদানের পরে কাউকেই সে তোয়াক্কা করে চলছেন না। তার মন যা চায়, তিনি তাই করে বেড়াচ্ছেন। সে কলেজে উদ্বোধনী ক্লাসের আয়োজন করেছে একা,কমিটির কাউকে জানানোর কোন প্রয়োজন মনে করেননি। আমি বিষয়টি প্রতিবাদ করলে সে কমিটি নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে। তার এ খামখেয়ালীপনায় কলেজটা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...