More

    ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয়তার প্রথম তিনে বাংলাদেশ

    অবশ্যই পরুন

    সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দৈনিক সবচেয়ে বেশি সক্রিয় (active) তিনটি দেশের তালিকা প্রকাশ করেছে মেটা। এই তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। গত বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করা হয়। বাকি দুটি দেশ ভারত ও ফিলিপাইন।

    মেটার মতে, ২০২২ সালের ডিসেম্বরে, বাংলাদেশ, ভারত এবং ফিলিপাইনের লোকেরা প্রতিদিন সবচেয়ে বেশি ফেসবুকে প্রবেশ করেছে। ২০২২সালের ডিসেম্বরে, গড়ে প্রায়২ বিলিয়ন মানুষ প্রতিদিন অন্তত একবার ফেসবুকে লগ ইন করেছে, যা ২০২১ থেকে ৪ শতাংশ বেশি। ২০২১ সালের ডিসেম্বরে, দৈনিক ফেসবুক ব্যবহারকারীর গড় সংখ্যা ছিল ১৯৩ কোটি। মূলত বাংলাদেশ, ভারত এবং ফিলিপাইনের ব্যবহারকারীদের কারণে তাদের গড় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে।

    মেটা ‘দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের’ সংজ্ঞায়িত করে নিবন্ধিত এবং লগ-ইন করা Facebook ব্যবহারকারী যারা নির্দিষ্ট সময়ে ওয়েবসাইট বা মোবাইল ফোন বা মেসেঞ্জারে যান।

    বাংলাদেশ শুধু দৈনিক সক্রিয় ব্যবহারকারীর তালিকার শীর্ষে নয়, মাসিক সক্রিয় ব্যবহারকারী তালিকার শীর্ষ তিনে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে ভারত ও নাইজেরিয়া।

    ৩১ ডিসেম্বর, ২০২১সালের তুলনায় ৩১ ডিসেম্বর, ২০২২পর্যন্ত মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২ শতাংশ বেড়ে ২৬৯কোটি হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...