পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ দীর্ঘ অসুস্থতার পর মারা গেছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আমেরিকান হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারভেজ মোশাররফের পরিবার তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
পাকিস্তানের জিও নিউজের একটি প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান অ্যামাইলয়েডোসিসে ভুগছিলেন, এটি একটি বিরল রোগ, যা শরীর জুড়ে অঙ্গ এবং টিস্যুতে অ্যামাইলয়েড নামক একটি অস্বাভাবিক প্রোটিন তৈরির কারণে ঘটে। অ্যামাইলয়েড প্রোটিনের কারণে মানব শরীরের অঙ্গ এবং টিস্যুগুলি সঠিকভাবে কাজ করতে পারে না।
প্রসঙ্গত, তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফ ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন। তিনি ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।