More

    ফাইনালে যাবে বাংলাদেশ

    অবশ্যই পরুন

    স্পোর্টস ডেস্ক: ঘরের মাটিতে চলমান সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ফাইনালের পথে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ ও ভারত।

    মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে।

    এছাড়া বিকেল ৩টায় ভারতের প্রতিপক্ষ নেপাল। ভুটানের বিপক্ষে এক পয়েন্ট অর্জন করলেই বাংলাদেশ টুর্নামেন্টের ফাইনালের টিকিট পেয়ে যাবে।

    এদিকে দিনের প্রথম ম্যাচে ভারত যদি নেপালকে হারায়, তাহলে বাঘিনীদের হারলেও কোনো সমস্যা হবে না।

    নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা নেপালকে ৩-১ গোলে হারিয়ে শুরু করেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে ভারতকে হারাতে না পারলেও গোলশূন্য ড্রয়ে শেষ করেছিল। অন্যদিকে ভারত তাদের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল। আর নেপাল ৪-০ গোলে ভুটানকে হারিয়ে টুর্নামেন্টের রেসে টিকে রয়েছে।

    নেপালের বিপক্ষে জিতলে ৭ পয়েন্ট নিয়ে ভারতের ফাইনাল খেলা নিশ্চিত হবে। পাশাপাশি বাংলাদেশও উঠে যাবে ফাইনালে। রাতের ম্যাচে ভুটানের বিপক্ষে কোনো ফলই তখন বাংলাদেশের জন্য বাধা হবে না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ,২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

    পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’অগ্নিসংযোগের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ভোররাতে কোনো...