তুরস্কে ভূমিকম্পের ৪৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে নিখোঁজ বাংলাদেশি গোলাম সাঈদ রিংকুকে । আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় তাকে উদ্ধার করা হয়।
তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, রিংকুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এর আগে সোমবার আরেক বাংলাদেশি শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা গেছে, গোলাম সাঈদ রিংকু তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েক বছর আগে তিনি উচ্চশিক্ষার জন্য তুরস্কে যান।
ভূমিকম্প আঘাত হানার পর তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস এবং ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস একটি হটলাইন চালু করেছে। এই হটলাইনে জরুরী যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ভূমিকম্প-আক্রান্ত এলাকার প্রবাসীদের এই দুটি হটলাইনে যোগাযোগ করতে বলেছে – +90 546 995 0647 এবং +90 538 910 9635।