More

    নেপালে ও ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, নিহত ১০

    অবশ্যই পরুন

    নেপালে রিখটার স্কেলে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাণ হারিয়েছেন ছয়জন। মঙ্গলবার মধ্যরাতে এ ভূমিকম্প হয়।

    ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নেপালের দোটি জেলায় ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়েছে। সেখান থেকে ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

    ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে-ইউএসজিএস-এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে- ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দীপাইল শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। দিপায়াল শহর রাজধানী কাঠমান্ডু থেকে 340 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পের মাত্রা ৬.৩ বলে চিহ্নিত করেছে।

    ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পিলিভীত শহরের উত্তর-পূর্বে প্রায় ১৫৮ কিলোমিটার (৯৮ মাইল) এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নীচে গভীরতা ছিল।

    গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর ভারতের রাজধানী নয়াদিল্লিসহ আশপাশের এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।

    ডোটি জেলার পুলিশ প্রধান ভোলা প্রসাদ ভাট্ট্রা নেপাল মিডিয়ার অনলাইন খবরে জানিয়েছেন যে ওই জেলায় আটটি বাড়ি ধসে পড়েছে। মৃত্যু হয়েছে ছয়জনের। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

    ইন্দোনেশিয়ার একদম পূবাঞ্চলের প্রদেশ পাপুয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত চারজন নিহতের তথ্য জানা গেছে। খবর: রয়টার্স’র।

    ইন্দোনেশিয়ার ভূতাত্তিক সংস্থা (বিএমকেজি) জানায়, পাপুয়া প্রদেশের রাজধানী জয়পুরা থেকে কিলোমিটার খানেক দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। দুই অথবা তিন সেকেন্ডের ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

    একটি রেস্তোরাঁয় থাকা চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন জয়পুরার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান আসেপ খালিদ।

    ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) রিখটার স্কেলে অবশ্য ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ বলেছে।

    এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ওই এলাকায় এক হাজারের বেশিবার ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানায় বিএমকেজি। সংস্থাটির প্রধান দ্বিকরিতা করনওয়াতি বলেন, জয়পুরায় গত ২ জানুয়ারি থেকে এক হাজার ৭৯ বার ভূকম্পনের ঘটনা ঘটে। এর মধ্যে ১৩২ বারেরটা টের পেয়েছেন স্থানীয়রা।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...