জামালপুরের বকশীগঞ্জের রাহেলা কাদির স্কুল অ্যান্ড কলেজের ১৮ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে একজন উত্তীর্ণ হওয়ায় কলেজ ক্যাম্পাসে এক ভোজের আয়োজন করেন কলেজের অধ্যক্ষ। বিষয়টি নিয়ে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলায় সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে কলেজ রয়েছে ৫টি। 5টি কলেজ থেকে প্রার্থীরা ২০২২সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে বকশীগঞ্জ শহরের কেন্দ্রে অবস্থিত রাহেলা কাদের স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের একজন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পাস করেছে। পাসের হার ৫.৫৫%। একজন প্রার্থীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া উপলক্ষে কলেজের অধ্যক্ষ আজ বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে বর্নীল ভোজসভার আয়োজন করেছেন।
এ বিষয়ে রাহেলা কাদির স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু খালেদ মোহাম্মদ আমিন বলেন, সাধারণ শিক্ষা বোর্ডে আমাদের ফলাফল খারাপ হলেও কারিগরি বোর্ডে ফলাফল ভালো।তাই কলেজের ভেতরে ভোজসভার আয়োজন করা হয়েছে। ক্যাম্পাস
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা বলেন, সচেতনতার অভাবে তারা এ আয়োজন করেছেন। কলেজটি একটি সাধারণ শিক্ষা বোর্ড কলেজ, কারিগরি শিক্ষা বোর্ড কলেজ নয়। খারাপ ফল পেয়েও ভোজ বা বড় ডিনারের আয়োজন করা ঠিক নয়।