More

    ১৬০ কেজির শাপলা পাতা মাছ ধরা পড়লো মেঘনায়

    অবশ্যই পরুন

    লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ১৬০ কেজি ওজনের শাপলাপাতা মাছ ধরা পড়েছে। মাছটি ২৮ হাজার ৫০০ টাকায় কিনেছেন মাছ ব্যবসায়ী ছিদ্দিক বেপারী। মেঘনার কমলনগর অংশে এর আগে এত বড় মাছ ধরা পড়েনি বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

    বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মতিরহাট ঘাটে মাছটি নিয়ে আসেন জেলেরা। স্থানীয়দের ধারণা, জোয়ারে বঙ্গোপসাগর থেকে মাছটি ভেসে আসতে পারে। মাছ দেখতে উৎসুক মানুষের ভিড় ঘাটে।

    স্থানীয় ব্যবসায়ী। খোকন জানান, উপজেলার মোল্লা বাড়ীর জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরা পড়ে। মাছটি ছিদিক বেপারী ২৮ হাজার ৫০০ টাকায় কিনেছেন। ঢাকায় পাঠানো হবে।

    লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এটি একটি সামুদ্রিক মাছ। জোয়ার-ভাটার সময় মাছ সমুদ্র থেকে নদীতে চলে যায়। এরপর জেলেদের জালে মাছটি ধরা পড়ে। বঙ্গোপসাগরের কাছাকাছি হওয়ায় মেঘনা নদীতে ছোট আকারের শাপলাপাতা মাছ প্রায়ই ধরা পড়ে। তবে মেঘনার কমলনগর অংশে এত বড় শাপলা পাতার মাছ এবারই প্রথম ধরা পড়েছে।

    বাজারে এ মাছের চাহিদা রয়েছে বলেও জানান তিনি। এই বিরল প্রজাতির সামুদ্রিক মাছকে স্থানীয়ভাবে হাউস ফিশ বলা হলেও এর নাম রে ফিন ফিশ বা স্টিং ফিশ। তবে শাপলাপাতা মাছ হিসেবেই বেশি পরিচিত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের...