ঝালকাঠি জেলায় ২০২২-২৩ অর্থ বছরে রবি ফসলের আওতায় ১৩ হাজার হেক্টরে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৯০ হেক্টরে উচ্চ ফলনশীল জাতের এবং ১ হাজার ৯১০ হেক্টরে হাইব্রীড জাতের ধানের আবাদ হয়েছে। এই আবাদ থেকে কৃষি বিভাগ ৫২ হাজার ৭৩৬ মেট্রিকটন চালের উৎপাদন পাবেন বলে আশা করছেন।
এবছর রবি ফসলের মধ্যে ডাল ও তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা থাকলেও শুধুমাত্র তৈল জাতীয় ফসলের ক্ষেত্রে লক্ষমাত্রা ৪৫০ হেক্টর থেকে বেড়ে ৮০৫ হেক্টরে আবাদ হয়েছে। এই আবাদ থেকে ৯৯০.১৫ মেট্রিক টন সরিষার উৎপাদন পাওয়া যাবে। এছাড়া তৈল জাতীয় ফসলের ক্ষেত্রে সরিষার আবাদ বৃদ্ধির কারণে ১২৫৩ হেক্টরের লক্ষমাত্রা ছাড়িয়ে ১৬২০ হেক্টরে আবাদ হয়েছে।
তৈল জাতীয় ফসলের মধ্যে সূর্যমুখী, চিনা বাদাম, তিলের উৎপাদন লক্ষমাত্রা অর্জিত হতে পারে। এ তৈল জাতীয় ফসল থেকে ২ হাজার ৭৫ মেট্রিক টন উৎপাদন পাওয়া যাবে। মসলা জাতীয় ফসলের ক্ষেত্রে ১১৪৫ হেক্টরে আবাদ লক্ষমাত্রার মধ্যে কাগজে কলমে ১১৪৫ হেক্টরই আবাদ দেখানো হয়েছে। এই আবাদ থেকে ১ হাজার ৬৯৬ মেট্রিক টন উৎপাদন পাওয়া যাবে। ডাল জাতীয় ফসলের ক্ষেত্রে এই জেলায় সর্বাধিক ৭ হাজার ৯৫০ হেক্টরে খেসারী ডালসহ ১০ হাজার ৮৬৪ হেক্টরে মুশুর, মুগ, ছোলা, মটর ও ফেলন আবাদ লক্ষমাত্রার মধ্যে ১০ হাজার ৯১২ হেক্টরে আবাদ হয়েছে এবং ১২ হাজার ৪৯১ মেট্রিক টন ডাল জাতীয় ফসল উৎপাদন পাবেন আশা করছে জেলা কৃষি বিভাগ।
জেলার ৪টি উপজেলার মধ্যে প্রধানত ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় বোরো ধানের সিংহাভাগ আবাদ হয় অন্য ২টি উপজেলায় বোরো ধানের আবাদ হয় না বললেই চলে তবে জেলা জুড়েই সব উপজেলায় তেল ও ডাল জাতীয় ফসলের চাষ হচ্ছে।