স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের ঘটনায় কলেজ শাখার (নিষিদ্ধ) সভাপতি জায়েদ প্যাদাকে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোট ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এমাম হোসেন ও রুবেল হোসেন নামে দুইজনকে আটক করেছে।
জানা গেছে, এর আগে গত রবিবার সকালে উপজেলার সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে জয় বাংলা” ও হটাও ইউনূস, বাঁচাও দেশ” স্লোগান দেন।
মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বাদী হয়ে মামলা দায়ের করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, “নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় মামলা হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
