More

    বরিশালের একমাত্র নারী প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু : নেতাকর্মীরা উজ্জীবিত

    অবশ্যই পরুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার বরিশাল বিভাগের একমাত্র নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। গত কয়েকদিন থেকে তিনি ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনের দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগের মাধ্যমে ভোট প্রার্থনা করছেন।

    দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটাররা ব্যাপক উৎসাহ নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সাথে মাঠ চষে বেড়াচ্ছেন।

    নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে ৮ নভেম্বর নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো গণসংযোগ করেছেন। ওইদিন বিকেলে তিনি স্থানীয় বাজারে মতবিনিময় সভা করেন। এসময় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। গণসংযোগকালে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট দেয়ার আহবান করেছেন।

    মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের প্রতীক হলো ধানের শীষ। নির্বাচিত হলে ঝালকাঠি-২ আসনের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবাখাতে ব্যাপক পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

    গণসংযোগ ও মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন-বিএনপির ঝালকাঠি জেলা শাখার সাবেক উপদেষ্টা মো. গোলাম মোস্তফা সালু, সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল খানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

    বরিশাল বিভাগের একমাত্র নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগ ও মতবিনিময় সভাকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষ বিএনপি প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১ করতে মন্ত্রণালয়ের প্রস্তাব, হলে কত টাকা লাগবে

    দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড দুই ধাপ বাড়িয়ে ১১তম করতে মন্ত্রিপরিষদ বিভাগ এবং অর্থ বিভাগে প্রস্তাব...