সিলেট টেস্টে তৃতীয়বারে সাফল্য মিলল নাহিদ রানার। তার ওভারে দুইবার জীবন পাওয়া আইরিশ ব্যাটার পল স্টার্লিংকে শেষ পর্যন্ত ফেরালেন তিনি। অফ স্টাম্পের বাইরের শর্ট বলে খোঁচা মেরে সাদমান ইসলামের হাতে তুলেন এই আইরিশ ওপেনার। দ্বিতীয় স্লিপে স্টার্লিংয়ের ক্যাচ তালুবন্দি করেন সেই সাদমান।
তিনিই সকালে ছেড়েছিলেন প্রথম ক্যাচ।আর এতেই ভাঙে ১৫৫ বলে ৯৬ রানের রেকর্ড জুটি। ৭৬ বলে নয়টি চারে ৬০ রান করে ফিরেছেন স্টার্লিং। টেস্টে দ্বিতীয় উইকেটে এটিই আয়ারল্যান্ডের সর্বোচ্চ জুটি।
এর পরই মেলে আরেকটি সাফল্য। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কিন্তু উইকেটকিপার লিটন দাসের পরামর্শে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ নেন। রিপ্লেতে দেখা যায়, বল ভেতরে ঢুকে প্যাডে আঘাত হানার সময় ইম্প্যাক্ট ছিল অফ-মিডল স্টাম্পে, বল আঘাত হানত লেগ স্টাম্পে।
এতেই সিদ্ধান্ত বদলে যায় আম্পায়ারের, সাজঘরে ফেরেন টেক্টর। ছয় বল খেলে মাত্র এক রান করেন তিনি।দিনের প্রথম সেশনে সুযোগ ছিল আরো ভালো অবস্থায় থাকার। কিন্তু ফিল্ডারদের ব্যর্থতায় হারাতে হয় সেই সম্ভাবনা। প্রথম ওভারে উইকেট তুলে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ, কিন্তু এরপর একের পর এক ক্যাচ মিসে হাতছাড়া হয় সুযোগ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ১১৩ রান করেছে আয়ারল্যান্ড, হাতে আছে ৭ উইকেট।