More

    মাদারীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও একই উপজেলার পেয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খানকে (৬৬) কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

    রোববার রাত ৯টার দিকে মাদারীপুর শহরের ২নং শকুনি এলাকায় এ ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান খান রোববার রাত ৯টার দিকে নগরীর কলেজ গেট থেকে হেঁটে শকুনি ২ নম্বর এলাকার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়ির সামনে তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠান।

    পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায় বলে স্বজনদের অভিযোগ। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। আহত মুজিবুর রহমান খানের ভাগ্নে সজল খান বলেন, আমার চাচাকে সন্ত্রাসী বাহিনী কুপিয়ে আহত করেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হয়ে বেপরোয়া হয়ে উঠেছেন বর্তমান চেয়ারম্যান লাবলু তালুকদার। তার নেতৃত্বেই এই হামলা চালানো হয়। এই ঘটনার বিচার চাই।

    পেয়ারপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদার বলেন, এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। রাজনৈতিক কারণে আমাকে ফাঁসানো হচ্ছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে পুরো ঘটনাটি ভিত্তিহীন। গ্রামের কোন্দল এখন আর শহরে যাওয়ার কথা নয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাগরে লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

    দেশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী...