নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর থানাপাড়া যুব সংঘের আয়োজনে সফল প্রেমিক একাদশ বনাম অসফল প্রেমিক একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলার লক্ষ্মীপাশা স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতে প্রেম-বিদ্বেষের গান বাজানো হয়। কেক কাটার পর একাদশের নাম লেখা জার্সি পরে মাঠে নামেন দুজনে। প্রেমিক একাদশ ২-০ গোলে জিতেছে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হলেও প্রতিটি দিনই আমাদের কাছে ভালোবাসা দিবসের মতো মনে হয়। সে কারণেই আমাদের এই আয়োজন। বিশ্বকাপে রানার আপ হওয়া এক উৎসব, চ্যাম্পিয়ন হওয়া আরেক উৎসব।
তারা আরো বলেন, যারা বিশ্বকাপ জিতেছে তারা না পাওয়ার কষ্ট বুঝবে না। যারা বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ হয়েছে তারা বুঝবে কষ্টটা। এর মানে হলো- যারা প্রেমে সফল তারা ব্যর্থতার মানে বুঝবে না। যারা ব্যর্থ তারা সফলতার মানে বুঝবে না।
খেলা দেখতে আসা কয়েকজন দর্শক বলেন, সৌজন্যের ব্যতিক্রম আমাদের অনেক বিনোদন দিয়েছে। বৈচিত্রময় অনুষ্ঠানের জন্য আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই।