More

    প্রধানমন্ত্রীর সঙ্গে ডেরেক শোলের সাক্ষাৎ

    অবশ্যই পরুন

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা ডেরেক স্কোলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তিনি গণভবনে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানিয়েছেন।

    এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডেরেক স্কোলি দুই দিনের সফরে ঢাকায় আসেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে স্বাগত জানান।

    সফরকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ডেরেক শোলে প্রাতঃরাশের বৈঠক করবেন। দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়াও রোহিঙ্গা ইস্যু গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে বৈঠক ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শোলের।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...