More

    অপারেশন ডেভিল হান্টঃ ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়ন আ’লীগ সভাপতি শংকর মুখার্জী কারাগারে

    অবশ্যই পরুন

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)’–এর আওতায় ঝালকাঠির সদর উপজেলার ৫নং কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শংকর মুখার্জীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি মো. তৌহিদুজ্জামান জানান, চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে।

    তারই ধারাবাহিকতায় শংকর মুখার্জীকে গ্রেফতার করে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    এনসিপি ছাড়লেন তাসনিম জারা

    এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শনিবার সন্ধ্যা সাতটার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে...