আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর সেকশনের মুন্ডপাশা এলাকায় সকালে বাসের ধাক্কায় বাসের এক যাত্রী নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ও বাস যাত্রীদের সূত্র জানায়, আজ সকালে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে সাকুরা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি মহাসড়কের উজিরপুরের মুন্ডপাশা এলাকায় পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে।
এসময় বিপরীত দিক থেকে সুগানন্ধা পরিবহনের একটি বাস আসে। সুগন্ধা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের বাসটিকে পেছনে ফেলে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সুগন্ধা পরিবহনের বাসের যাত্রী কামাল হোসেন সিকদার (৩৮) মারা যান। আহত হয়েছেন অন্তত ১২ জন।
খবর পেয়ে গৌরান্দী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহত যাত্রীদের উজিরপুর স্বাস্থ্য কেন্দ্র ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কামাল হোসেনের বাড়ি শরীয়তপুর সদর উপজেলায়।