হারাধনের সাত পুত্র ছিল, দুইটি অবশিষ্ট ছিল। কার মাথায় থাকবে বিজয়ের মুকুট, কে হাসবে শেষ হাসি? সিলেট স্ট্রাইকার্স নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্স- উত্তর পাওয়া যাবে আজ (বৃহস্পতিবার) রাতে।
আজ মাঠে নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় টুর্নামেন্টের ফাইনাল। মাশরাফি বিন মর্তুজা বা ইমরুল কায়েস, এক হাতে ট্রফি তুলে নেওয়া হবে। সে কে হবে?
দুই অধিনায়কের মধ্যে পরিসংখ্যানে এগিয়ে মাশরাফি। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। এর আগে চারবার শিরোপা জিতেছেন তিনি। এবার জিতলে আমরা পঞ্চমবারের মতো জিতব।
এর আগে ঢাকা, কুমিল্লা ও রংপুর তিন দলকে চ্যাম্পিয়ন করার বিরল কৃতিত্ব রয়েছে মাশরাফির। প্রথম দুই মৌসুমে তার নেতৃত্বে, ঢাকা ২০১২ এবং ২০১৩ সালে পরপর দুটি চ্যাম্পিয়ন জিতেছিল। পরেরবার মাশরাফির নেতৃত্বে কুমিল্লাও শিরোপা জিতেছিল। ২০১৭ সালে রংপুরের অধিনায়ক হিসেবে ট্রফি জিতেছিলেন মাশরাফি। এবার চ্যালেঞ্জ নতুন দল সিলেটের সঙ্গে।
অন্যদিকে বিপিএলে সাফল্যের নিরিখে মাশরাফির পরেই দাঁড়িয়েছেন অধিনায়ক ইমরুল কায়েস। এর আগে দুবার শিরোপা জিতেছেন তিনি। তবে মাশরাফির মতো ভিন্ন দলে নেই। ২০১৪ ও ২০২২ – দুইবার কুমিল্লার অধিনায়ক ছিলেন ইমরুল।
এবার জিতলে একই দলের হয়ে তৃতীয়বারের মতো জিতবে। সেটা হবে বিপিএলে যেকোনো অধিনায়কের জন্য নতুন রেকর্ড। কারণ মাশরাফি চারটি শিরোপা জিতলেও কখনোই একটি দলের হয়ে দুইবারের বেশি জিততে পারেননি।
এখন শেষ হাসি কার মুখে পড়বে সেটাই দেখার বিষয়। ট্রফি নিয়ে কোন দল বেশি উচ্ছ্বসিত- মাশরাফির সিলেট স্ট্রাইকার্স নাকি ইমরুলের কুমিল্লা ভিক্টোরিয়ান্স? উত্তরের অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টা।