More

    কমিটি গঠনকে কেন্দ্র করে বরিশালে বাকেরগঞ্জ বিএনপি দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ২।

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির কমিটি অনুমোদনকে কেন্দ্র করে দু‘গ্র”পের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

    আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এর আগে পূর্বের বিলুপ্ত কমিটি বরিশাল প্রেস ক্লাবে মিলনাতয়নে এক সংবাদ সম্মেলন করে বর্তমান বিএনপির বাকেরগঞ্জ উপজেলা কমিটি অবৈধ বলে আখ্যা দেয়। এদিকে বর্তমান কমিটির নেতাকর্মীরা সদ্য ঘোষিত কমিটির আহবায়ক সদস্য সচিবসহ অনান্যদের শুভেচ্ছা জানানোর জন্য বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নিলে পূর্বের কমিটির আহবায়ক হারুন শিকদার ও যুগ্ম-আহবায়ক মিজানুর রহমানের নেতৃত্বে হামলা হয়। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মি আহত হয়েছেন। পরবর্তীতে বিক্ষোভ মিছিল সহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

    বাকেরগঞ্জ উপজেলার বিলুপ্ত কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ কামরুজ্জামান মিজান বলেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হোসেন তার অনুসারীদের নিয়ে বাকেরগঞ্জ থানা বিএনপির কমিটি করেছে। আমরা দলের এই দূর্দিনে মামলা হামলার শিকার হয়েছি। আমাদের বাদ দিয়ে যে কমিটি হয়েছে আমরা এই কমিটি প্রত্যাক্ষ্যান করেছি। পাশাপাশি সাবেক কমিটি বহাল রাখার দাবি জানাই।

    হামলার বিষয়ে জানতে চাইলে মিজান বলেন, আমরা সংবাদ সম্মেলন করে দলীয় কার্যালয়ে ঢুকতে গেলে আমাদের বাঁধা দেয় আহবায়ক হারন অর রশিদ জোমাদ্দার ও সদস্য সচিব নাসির হাওলাদার সহ তাদের অনুসারীরা। এসময় আমাদের সাথে বাকবিতন্ড হয়।আমাদর উপর হামলা চালায় তখন আমরা তাদের প্রতিহত করি।

    এ বিষয়ে সদস্য সচিব মোঃনাসির উদ্দিন হাওলাদার বলেন, গত ১২ ফেব্রুয়ারি বরিশাল বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব সহ নেতৃবৃন্দের উপস্থিতিতে বাকেরগঞ্জ থানার ১৪ ইউনিয়নের ৬৬ জন ভোটারের ভোটে গনতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের কমিটি গঠন করা হয়েছে।

    আজ ইউনিয়নের নেতৃবৃন্দ বরিশাল জেলা বিএনপির কার্যালয়ে আমাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। তখন বরিশাল মহানগর বিএনপির কিছু নেতারা ইন্ধনে তাদের অনুসারী কিছু কর্মীদের সাথে নিয়ে সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক হারুন শিকদার ও যুগ্ম-আহবায়ক মিজানুর রহমানের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাদের অনুসারী জেলা ছাত্রদলের সদস্য সামিউল ইসলাম শুভ ও সিহাব নামে ২ ছাত্রনেতা আহত হয়েছেন। এই হামলার ঘটনার তিনি নিন্দা জানিয়েছেন ও জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে অভিযোগ দিবেন বলে জানিয়েছেন

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দপদপিয়ায় পুলিশের তৎপরতায় চো’রাই মালসহ বাবু-রায়হান আটক

    ঝালকাঠির নলছিটি উপজেলায় থানা পুলিশের তৎপরতায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) দিবগত...