ভূমিকম্পের ১০ দিন পর তুরস্ক থেকে আলাইনা ওলমেজ (১৭) নামের এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার কাহরামানমারাস শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকারী দলের সদস্য আলী আকদোগান বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলেছেন, “মেয়েটি তুলনামূলকভাবে সুস্থ।” কিন্তু শারীরিকভাবে খুবই দুর্বল।
আলী আকদোগান পেশায় একজন খনি শ্রমিক। তবে ভূমিকম্পের পর তিনি সরকারি দুর্যোগ মোকাবিলা বাহিনীর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
আলেনার উদ্ধারের ভিডিও ফুটেজ ইতিমধ্যেই তুরস্কের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, আলাইনাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার পর তার চাচা আনন্দে উদ্ধারকর্মীদের জড়িয়ে ধরেন।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। মৃত্যুর মিছিল প্রতিনিয়ত বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত, দুই দেশে মৃতের সংখ্যা ৪২,০০০ ছাড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এখনও বহু মানুষ বিভিন্ন ধ্বংসাবশেষের নিচে আটকে থাকলেও তাদের জীবিত উদ্ধারের কোনো আশা নেই। এদিকে উদ্ধার অভিযানও কমে গেছে। এতে তুরস্কের জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে।
রয়টার্স জানিয়েছে, বুধবার তুরস্কে জীবিত বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু উদ্ধার অভিযান উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে গেছে।