More

    ইউটিউবের সিইও হচ্ছেন তীয় বংশোদ্ভূত নীল মোহন

    অবশ্যই পরুন

    ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওয়াজসিচ তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক নীল মোহন। খবর রয়টার্স।

    গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক ব্লগ পোস্টে ইউটিউবের সিইও সুসান ওয়াজসিচ পদত্যাগের ঘোষণা দেন। পরিবার, স্বাস্থ্য ও ব্যক্তিগত কাজে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

    তিনি ২০১৪ সালে এই পদে যোগদান করেন। এর আগে তিনি গুগলের বিজ্ঞাপন ও বাণিজ্য বিভাগে কাজ করেছেন।

    এনডিটিভির খবর অনুযায়ী, নীল মোহনের বয়স ৪৯ বছর। তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশল অধ্যয়ন করেন। তিনি ২০১৫সাল থেকে YouTube-এর চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) হিসেবে কাজ করছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...