More

    শিবচর এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যু

    অবশ্যই পরুন

    মাদারীপুর জেলার শিবচর এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত (২৫) এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচচর এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচচর তেল পাম্পের সামনে এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে ওই মহিলা যাতায়াত করছিলেন। হঠাৎ ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।

    শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল বাকি জানান, গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। কিন্তু তার পরিচয় কেউ জানে না। আমরা পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি। তার পোশাক ভারসাম্যহীন মনে হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আজ রাতে টাইগারদের লঙ্কা পরীক্ষা

    এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে আসল পরীক্ষা আজ রাতেই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা-এশিয়ার অন্যতম...