More

    দিল্লিতে বাইক ট্যাক্সি নিষিদ্ধ

    অবশ্যই পরুন

    দিল্লি সরকার দিল্লিতে বাইক ট্যাক্সি নিষিদ্ধ করেছে। পরিবহন আইন না মানার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    দিল্লি সরকারের পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত ব্যবহারের জন্য বাইক নিয়ে এই ট্যাক্সি পরিষেবা চলছিল। কিন্তু পরিবহন নিয়ম অনুযায়ী ব্যক্তিগত ব্যবহারের জন্য বাইক বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। বেশির ভাগ ক্ষেত্রেই নন-ট্রান্সপোর্ট নম্বর যুক্ত বাইক ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, রাস্তায় বাইক ট্যাক্সি দেখা গেলে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে। একই অপরাধে দ্বিতীয়বার জরিমানা হবে দশ হাজার টাকা। তাছাড়া যে কোম্পানির জন্য বাইকটি চালানো হচ্ছিল তাকে এক লাখ টাকা জরিমানা করা হবে। চালকের লাইসেন্সও তিনবার সাসপেন্ড করা হবে।

    দিল্লিতে, Ola, Uber এবং Rapido প্রধানত এই পরিষেবা প্রদান করে। এই পরিষেবা স্থগিত হওয়ায় অনেক যাত্রী অসুবিধায় পড়বেন।

    সম্প্রতি সুপ্রিম কোর্ট মুম্বাইতে র‌্যাপিডো বাইক ট্যাক্সি বন্ধ করার নির্দেশ দিয়েছে। কারণ, তারা কোনো লাইসেন্স ছাড়াই এই সেবা চালু করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...