More

    পূর্ব শত্রুতার জেরে গলাচিপায় কৃষকের আখক্ষেত নষ্টের অভিযোগ

    অবশ্যই পরুন

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের আবাদকৃত আখক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের কোকাইতাবক গ্রামে। ভুক্তভোগী কৃষক জালাল সিকাদার অভিযোগ করেন, তার সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে রাতের আঁধারে তার আখক্ষেতে গরু ছেড়ে দেয়। এতে গরু আখচারা খেয়ে ও মাড়িয়ে নষ্ট করে ফেলে। তিনি জানান, গত ১৪ ডিসেম্বর রাতে এ ঘটনা ঘটে।

    এতে তার আখক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে এবং আনুমানিক প্রায় ৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মৌসুম শেষ হয়ে যাওয়ায় নতুন করে আখচারা রোপণ করা সম্ভব নয়, ফলে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। জালাল সিকাদার আরও অভিযোগ করেন, এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে। শুধু ফসল নষ্টই নয়, তাকে নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

    দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক। এলাকার এক প্রতিবেশী জানান, প্রায়ই এলাকায় গরু-ছাগল ছেড়ে দিয়ে ফসল নষ্ট করার ঘটনা ঘটে। এতে কৃষকেরা ফসল আবাদ করে ঘরে তুলতে পারছেন না। তিনি এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

    শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং কুচকাওয়াজসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হয়েছে মহান বিজয়...