ছেলে বীরের সঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন শবনম বুবলী। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) তিনি তার ফেসবুকে বীরের সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেন।
ছবিতে তিনি একুশের শাড়ি পরেন এবং বীর পাঞ্জাবি পরেন। মা-ছেলে একুশের সাজে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছেন একগুচ্ছ রজনীগন্ধা ও গ্ল্যাডিওলাস হাতে।
বুবলী লিখেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।