অনলাইন ডেস্ক: রেফারিকে মাটিতে ফেলে নারী ফুটবলাররা লাথি, ঘুষি মারছেন। এমন ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। একটি পেনাল্টি নিয়ে বিবাদের জেরেই নারী ফুটবলারদের বিরুদ্ধে রেফারিকে মারধর করার অভিযোগ উঠল। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এমন খবর প্রকাশ করেছে।
কঙ্গোর নারী ফুটবল লিগে এই ঘটনা ঘটে। যেখানে ডিসি মোটেমা পেম্বে ও মাজেম্বেহাসের মধ্যে খেলা চলছিল। তবে ম্যাচে একটা সময় ১-৫ গোলে পিছিয়ে ছিল পেম্বে। সেই সময় তাদের স্ট্রাইকারকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টির আবেদন করেন পেম্বের ফুটবলাররা। কিন্তু রেফারি পেনাল্টি দেননি। এরপরই রেগে যান ফুটবলাররা।
ভিডিওতে দেখা যাচ্ছে, পেম্বের বেশ কয়েক জন ফুটবলার তেড়ে যান রেফারির দিকে। দলের কয়েক জন সাপোর্ট স্টাফও তেড়ে যান। রেফারি পালানোর চেষ্টা করেও পারেননি। ডাগআউটে আশ্রয় নিতে গিয়ে মাটিতে পড়ে যান তিনি। সেই অবস্থাতেই রেফারিকে লাথি, ঘুষি মারতে থাকেন তারা। কিছু ক্ষণ পরে অন্য ফুটবলার ও নিরাপত্তারক্ষীরা রেফারিকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যান। পরে খেলা বন্ধ হয়ে যায়।
এই ঘটনায় ফুটবলারদের কড়া শাস্তির দাবি করেছেন অনেকে। কেউ কেউ তো দোষী ফুটবলারদের আজীবন নির্বাসনের দাবি করেছেন। স্থানীয় সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, এই ঘটনার পরে কঙ্গো ফুটবল সংস্থা পেম্বের কয়েক জন ফুটবলারকে নিষিদ্ধ করেছে।
