More

    আজ ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলি

    অবশ্যই পরুন

    একদিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে স্ত্রী ডোনা গাঙ্গুলীকে নিয়ে ঢাকায় পা রাখবেন ভারতের সাবেক এই অধিনায়ক।

    ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের আয়োজকরা এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন। ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার মূলত একটি ব্যাঙ্কের প্রচারের কাজে আসছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনও মেয়র কাপের উদ্বোধন করবে।

    বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টুর্নামেন্টের উদ্বোধন করবেন সৌরভ। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাংকের প্রচার কার্যক্রমে অংশ নেবেন ড.

    সৌরভের ঢাকা সফর নিয়ে বুধবার (২২ ফেব্রুয়ারি) গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনে এক সংবাদ সম্মেলনে আতিকুল বলেন, ‘আমি সৌরভ গাঙ্গুলিকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে তিনি কোনো টাকা নেননি। আমি তাকে বললাম, ভবিষ্যৎ প্রজন্মের কাছে বার্তা দিতেই এই মেয়র কাপের আয়োজন করছি মাদকের বিরুদ্ধে। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের ছেলেমেয়েদের খেলাধুলায় উৎসাহিত করতে, মাদককে না বলার জন্য এই প্রতিযোগিতা, তিনি এটা পছন্দ করেছেন।’

    আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে মেয়র কাপ। এই টুর্নামেন্টে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন

    জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। শনিবার (১৩...