কালকিনি (মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে জলাবদ্ধতা নিরসনের লক্ষে ৩৬ লক্ষ ৫৮ হাজার টাকা ব্যায় ৩কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধণ করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের( ৪র্থ পর্যায়) ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার সকালে পৌর এলাকা গোপালপুরের বেপারী বাড়ি মসজিদ থেকে রশিদ মোল্লার বাড়ি পর্যন্ত এ খনন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ করা হয়। এ খাল খননের ফলে ওই এলাকার কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কায়েসুর রহমান, বিএডিসি মাদারীপুর জোনের সহকারী প্রকৌশলী মোঃ আওয়াল উর রহমান, বিএডিসি কালকিনি ইউনিটের প্রকৌশলী কাউছার বেপারীসহ স্থানীয় গন্যমান্য উপস্থিত ছিলেন