অনলাইন ডেস্ক: ঝালকাঠীতে বিএনপি’র পদযাত্রা কর্মসূচি চলাকালে সংঘর্ষ চলাকালে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। বিএনপি কর্মীদের ইটপাটেকেল নিক্ষেপে আহত হয়েছে ৫পুলিশ সদস্য। কর্মসূচিতে পুলিশ বাধা দিলে কর্মিরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়ে। । এতে সদর থানার ওসি অপারেশন ফিরোজ আহম্মেদের মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন এতে পুলিশের ৫ সদস্য আহত হয় বলে জানান।
আজ সকাল সাড়ে ১১টার দিকে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়ে কিছুদূর গেলে পুলিশে এতে বাধা দেয়। এসময় বিএনপি কর্মিরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। আহতদের ঝালকাঠি সদর হাসপালালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশও লাটিচার্জ করে।
অপরদিকে বিএনপি কর্মিরা দাবী করছে পুলিশের লাঠিচার্জে তাদের ৪০ নেতা কর্মি আহত হয়েছে।
পদযাত্রার পূর্বে দলীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম। জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামান।