More

    বরিশালে বাসচাপায় ওসি নিহত

    অবশ্যই পরুন

    বরগুনা জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন।

    বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরগুনার পুলিশ সুপার মো. আবদুস সালাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বরিশাল থেকে মোটরসাইকেলে করে বরগুনা আসছিলেন জেলা বিশেষ শাখার ওসি ডব্লিউএএস ও এসআই মো. নজরুল ইসলাম। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    পুলিশ সুপার আরও জানান, হাসপাতালের আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকেরগঞ্জে নিজ বাড়িতে তাকে দাফন করা হবে। বরিশালের গৌরনদী থেকে হানিফ পরিবহনের গাড়ি জব্দ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস-সহকারী (নাজির)সোহাগ এর এত সম্পদের উৎস কোথায়?

    পৌরসভার প্রাণকেন্দ্র নির্মান করছে বিলাসবহুল বাড়ি একই উপজেলায় ৮ বছর কর্মরত চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী...