More

    হত্যা মামলায় যুবদল সভাপতি গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    ভোলার লালমোহন উপজেলা যুবদলের সভাপতিকে থানা পুলিশ গ্রেফতার করেছে। পরে তাকে লালমোহন হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়।

    মামলার আলামত থেকে জানা যায়, উপজেলার কলমা ওয়ার্ডের ৩ নম্বর ওয়ার্ডের (শেহের আলী বাড়ি) মোঃ শাহজাহানের স্ত্রী রওশন আরা বেগম ২৩ ফেব্রুয়ারি রাতে বাসা থেকে নিখোঁজ হন। এরপর ২৪ ফেব্রুয়ারি রওশন আরার ছেলে নিখোঁজ হন। নিখোঁজের বিষয়ে লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেন সিহাবুদ্দিন। পরে ২৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে রওশন আরা বেগমের ছেলে সিহাব উদ্দিন বাড়ির পশ্চিম দিক থেকে পচা গন্ধ পেয়ে সন্দেহজনকভাবে তাদের বাথরুমে যায়। তিনি বাথরুমের দরজা খুলে বাথরুমের ট্যাঙ্কে মায়ের লাশ দেখতে পান। পরে তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এসে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠায়।

    নিহতের ছেলে সিহাব উদ্দিন (৩৮) বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ১ মার্চ সকালে ঢাকা থেকে লালমোহনে আসলে পুলিশ লালমোহন উপজেলা যুবদলের সদস্য শাহিনুল কবির হাওলাদারকে আটক করে। পরে আজ (২ মার্চ) ভোলার নিখোঁজ রওশন আরা বেগমের ছেলের দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি করে কারাগারে পাঠানো হয়েছে।

    জানতে চাইলে ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম বলেন, আমরা শুনেছি লালমোহন উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদারকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করছে। পরে তাকে হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়। এতে করে আন্দোলন বন্ধ করা যায়।

    দলীয় একটি সূত্র জানায়, কবির হাওলাদার দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুরে নিজ বাসায় অবস্থান করছিলেন। ২৮শে ফেব্রুয়ারি ঢাকা থেকে লালমোহনে এলে পুলিশ তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে এবং হত্যার অভিযোগে জেলে পাঠায়। এটা কখনোই গণতান্ত্রিক আচরণ হতে পারে না। লালমোহন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...