ডেস্ক প্রতিবেদক: বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মোটর বাইক চালকেরা। তারা মোটর সাইকেল চলাচলে প্রস্তাবিত নীতিমালা প্রত্যাহারের দাবী জানায়।
৩০ কি.মি. কম গতিতে বাইক চলাচল, মহাসড়কে আরোহী নিয়েও মোটরসাইকেল চালানো যাবে না- এমন বিধানের তীব্র সমালোচনা করেছেন তারা। পাশাপাশি পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের দাবি জানান বাইকাররা।
শুক্রবার (০৩ মার্চ) সকাল ১০টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে দাবি আদায়ে মানববন্ধনের আয়োজন করে বরিশাল বাইকিং কমিউনিটি নামের সংগঠন।
মানববন্ধনে বরিশালের সর্বস্তরের বাইকার ও নারী বাইকাররাও উপস্থিত ছিলেন। এ সময় বাইকাররা অভিযোগ করেন, শহরে মোটরসাইকেল ৩০ কিলোমিটারের বেশি গতিতে চালানো যাবে না। মহাসড়কে ১২৬ সিসির নিচে ক্ষমতার মোটরসাইকেল চলাচল করতে পারবে না।