গৌরনদী প্রতিবেদক: বরিশালের গৌরনদী উপজেলায় এক ছাত্রলীগ নেতার দুটি গাভি চুরির হয়েছে। উপজেলার মাহিলারা ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানার বাড়ি থেকে গাভি দু’টি চুরি হয়। শুক্রবার গভীর রাতে উপজেলার ভিমের পাড় এলাকার বাড়ির গোয়াল ঘর থেকে গাভী দু’টি চুরি হয়।
স্থানীয়রা জানিয়েছে, বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে রাত আড়াইটা থেকে ৪টা পর্যন্ত সময়কালে চুরির ঘটনা ঘটেছে। প্রথমে চোর এসে একটি মোটর সাইকেলে চড়ে বাড়ির সামনের রাস্তা দিয়ে কয়েকবার ঘুরে যায়। রাত আড়াইটার দিকে একটি পিকআপ এসে অবস্থান নেয়। রাত ৪টার দিকে পিক আপ গাড়িতে করে গাভি দু’টি নিয়ে যায়। শুক্রবার শেষ রাতে এ ঘটনার পর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।