ডেস্ক প্রতিবেদক: ভোলার লালমোহনে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দু’দিন ধরে বাকপ্রতিবন্ধী ওই গৃহবধূ নিখোঁজ ছিলেন। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে।
লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ ফুলবাগিচা গ্রামের একটি ডোবা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ দুই সন্তানের জননী এই এবং ফুলবাগিচা গ্রামের বাসিন্দা।
স্বজনদের বরাতে ওসি মাহবুবুর রহমান জানান, নিহত নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করে খাগড়াছড়িতে থাকেন। এ কারণে তিনি গত দুই মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করেছিলেন।
“গত রোববার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার পাশের বাগানের মধ্যে একটি ডোবায় তার অর্ধ-উলঙ্গ লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনার রহস্য রহস্য উদঘাটনে কাজ করছে বলে জানা গেছে।