More

    বিস্ফোরণ হওয়া ভবনের মালিককে নিয়ে গেছে ডিবি

    অবশ্যই পরুন

    রাজধানীর সিদ্দিকবাজারের বিস্ফোরণ হওয়া ভবনের মালিককে নিয়ে গেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ছাড়া ওই ভবনে থাকা এক স্যানিটারি পণ্যের দোকানের মালিককেও নিয়ে গেছে তারা।

    ডিবির নিয়ে যাওয়া ভবন মালিকের নাম ওয়াহিদুর রহমান, আর দোকানমালিকের নাম আব্দুল মোতাবেল মিন্টু। আজ বুধবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান। তিনি আমাদের সময়কে বলেন, ‘তাদের আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি। ভবনের কি অবস্থা, কোথায় গ্যাসের লাইন গেছে, ভবনটি বাণিজ্যিক নাকি, ভবনের সার্বিক অবস্থা জানার জন্য তাদের নিয়ে আসা হয়েছে। তাদের অবহেলা আছে কি না বা কীভাবে তারা ভাড়া দিয়েছেন, কি কি থাকত সেখানে, কি কি প্রতিষ্ঠান আছে- বিস্তারিত জানার জন্য নিয়ে আসা হয়েছে।’

    গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া শতাধিক আহত হয়েছেন। মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সুত্রঃ আমাদের সময়

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে ৩০ সেতু সংস্কার, প্রশংসায় ভাসছে ‘অদম্য যুবসমাজ’

    পিরোজপুর নেছারাবাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে জনপ্রতিনিধি বা সরকারি বরাদ্দ ছাড়াই বদলে যাচ্ছে এলাকার যোগাযোগ ব্যবস্থার চিত্র। অবহেলিত জনপদের ভাঙাচোরা সড়ক...