More

    ঝালকাঠিতে সরকারি কোয়াটারের মালামাল চুরি করার সময় জনতার হাতে আটক

    অবশ্যই পরুন

    ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠী পরিত্যাক্ত সরকারি কোয়াটার থেকে মূল্যবান স্থাপনা(লোহার জানালা, দরজা), স্যানিটারী মালামাল চুরি করা ১জন চিহ্নিত চোরকে এলাকাবাসী আটক করে এবং চোরকে হালকা পাতলা ধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

    এই এলাকার লোকজন এই ধরণের চোরের কারণে অতিষ্ট হয়ে ধরার জন্য ওৎপেতে থাকে। বুধবার দিবাগত রাতে ৯টায় সরকারি কোয়াটারে প্রবেশ করে চুরি কাজ শুরু করার সাথে সাথে এলাকাবাসী তাকে ধরে ফেলে। সে জানায় তার নাম রুবেল মল্লিক(২৫), পিতা কাসেম মল্লিক গ্রামের বাড়ি নলছিটির নান্দিকাঠী এলকায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভাঙ্গায় আধিপত্যের লড়াই, দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

    ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়...