More

    ভোলায় মিলতে পারে নতুন গ্যাসের সন্ধান

    অবশ্যই পরুন

    ভোলায় নতুন কূপ খনন শুরু করেছে বাপেক্স। বৃহস্পতিবার (৯ মার্চ) সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মালেরহাট সংলগ্ন এলাকায় ওই কূপে খনন কাজ শুরু হয়। দুই মাসের মধ্যে এই কূপে গ্যাস আছে কি না তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বাপেক্স।

    সর্বশেষ গত ২৩ জানুয়ারি ভোলায় অষ্টম কূপ হিসেবে ভোলা উত্তর-২ সম্পন্ন হয়। ইলিশা-১ ভোলার নবম কূপ।

    বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, “আগে ভোলায় আমরা দুটি কূপ খনন করে গ্যাস পেয়েছি। সেগুলো হলো- টবগী ১ ও ভোলা উত্তর ২। এখন আমি নতুন অনুসন্ধান কূপ শুরু করেছি। ইলিশা-১।এতেও গ্যাস পাওয়া যাবে বলে আশা করছি।তবে ফলাফল পেতে প্রায় দুই মাস সময় লাগবে।

    তিনি আরও বলেন, ইলিশা-১ কূপ খননের লক্ষ্যমাত্রা রয়েছে ৩ হাজার ৪০০ মিটার। কিন্তু এর আগে গ্যাসের অস্তিত্ব পাওয়া যাবে। এছাড়াও তিনটি স্তরে DST (ড্রিল স্টেম স্টেট) এর পরিকল্পনা রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির মহোৎসব: হিসাব রক্ষণ কর্মকর্তার ‘১৫ কোটি টাকার’ সম্পদ নিয়ে তোলপাড়

    বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতির অভিযোগে তোলপাড় চলছে। প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সহিদুর রহমানের বিরুদ্ধে সরকারিভাবে অর্জিত বেতনের...