সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্কুল শিক্ষকের আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে জেলার গৌরনদী পৌরসভার বারাকসবা মহল্লার বাসিন্দা রঞ্জন পাল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রঞ্জন ওই এলাকার রবীন্দ্রনাথ পাল রবির ছেলে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, ওই স্কুল শিক্ষক বাদী হয়ে বুধবার পর্নোগ্রাফি আইনে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রঞ্জন পালকে গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রঞ্জন পাল দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে ছিলেন। প্রবাস থেকে ফেরার পর বৃহস্পতিবার রাতে তার বিয়ের দিন ঠিক করেছে তার পরিবার। সূত্র থেকে আরও জানা যায়, একসময় ওই স্কুল শিক্ষকের ঘনিষ্ঠ ছিলেন রঞ্জন। পরে স্কুল শিক্ষক অন্যত্র বিয়ে করেন। পরে রঞ্জন ওই শিক্ষিকার সঙ্গে নিজের আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শিক্ষিকার স্বামীর স্বজনদের সঙ্গে তার কর্মস্থলে। যার জেরে অবশেষে স্বামীকে ছেড়ে যেতে বাধ্য হন ওই শিক্ষিকা। নিরুপায় হয়ে ওই স্কুল শিক্ষক থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।